শেষমেষ জনি ডেপ বনাম অ্যাম্বার হার্ডের মামালার নিষ্পত্তি হয়েছে। আর যার পর জনি ডেপ এই মামলায় বড় জয় লাভ করেছেন। আর এটা এমন মামলা যে, প্রাথমিক ভাবে চলছিল দুই হলিউড অভিনেতা এবং অভিনেত্রীর মধ্যে কিন্তু ধিরে ধিরে এই পুর বিশ্বের নজর কাড়ে এই মামলা। কেননা যে সুনানি হয়েছিল এই মামলায়, যে প্রদ্ধতির মধ্যে দিয়ে মামলাটি আগে এগিয়েছে এটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল গোটা বিশ্বে মানুষ তো ইউটিউবে মিলিয়ন ভিউ দিয়েছে এই ভিডিওটিতে। আর যে ফল প্রকাশ হয়েছে এই মামলার, তার প্রভাব গোটা বিশ্বে দেখা যাবে। ফ্যামিনিজম নিয়ে ম্যানস্-রাইটের সমস্যা নিয়ে। ইতিমধ্যেই আপনারা অনেক রিপোর্ট দেখে থাকবেন যেখানে লেখা আছে 'Men can be victims to..Johnny Depp finds support' জনি ডেপ, অ্যাম্বার হার্ডের যে মামলা এ থেকে সব থেকে বড় কথা এটা আসে ,যে একটি পুরুষ একটি সম্পর্কের প্রতারিত বা প্রতারনার শিকার হতে পারে । এমন নাযে এর আগে কোন উদাহরণ ছিল না , কিন্তু কোন হাইপ্রফাল মামলায় এই প্রথম দেখছি একটি পুরুষ ও প্রতারণার শিকার হতে পারে। তবে এই মামলা নিয়ে আলোচনা করতে হলে জানতে হবে এই দুই জনের জীবনের শুরু কোথা থেকে? জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডে তাদের জীবন শুরু করেছেন হলিউডে 2012 এর আশেপাশে। তখন অ্যাম্বার হার্ড নতুন ছিল হলিউডে কিন্তু জনি ডেপ তখন একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে উঠেছেন বলিউডে। বড় বড় সিনেমা উপহার দেওয়া হয়ে গিয়েছ তখন , Pirates of the Caribbean সিরিজ এছাড়া Edward Scissorhands এর মতো বহু সিনেমা আছে এনার। জনি ডেপ একজন মাল্টি-মিলিনিয়র। অনুমান করা হয় এনার যে ধন সম্পদের পরিমাণ প্রায় 100 মিলিয়ন থেকে 200 মিলিয়ন ডলার হতে পারে। যার মানে ইন্ডিয়ান রুপি তে এটা দাড়ায় 1000 থেকে 1500 কোটি টাকা এনার সম্পদের পরিমাণ। তো এই দুই সিনেমা জগতের তারকা বাগদান করে নেয় 2014 তে, আর এনাদের বিয়ে হয় 2015 তে। এখন মজাদার কথা হল বিয়ের এক বছর যেতে না যেতেই অ্যাম্বার হার্ড বিবাহ বিচ্ছেদ এর মামলা ফাইল করে। May 2016 পর্যন্ত অ্যাম্বার হার্ড কে এটা বলতে শোনা যায় যে তাদের মধ্যে দুরত্ব অনেকটাই বেড়ে গেছে তারা এক সাথে আর থাকতে পারছে না, তার ডিভোর্স চাই। আর 2017 বিয়ের দুই বছর পরে দুজনের তালাক হয়ে যায়। আর এটাতো সত্য জনি ডেপ একজন মিলিনিয়র যার জন্য এমন ছোট বিয়ের কারণে এনাকে 7 মিলিয়ন ডলার দিতে হয় অ্যাম্বার হার্ড কে। আর অ্যাম্বার হার্ড এখানে বলে দেয় জনি ডেপর থেকে যে 7 মিলিয়ন ডলার পাচ্ছেন সেটা দান করে দেবেন। বলতে পারেন 2017 আশেপাশে তাদের রিলেশনশিপের ইতি হয় এবং জনি ডেপ, অ্যাম্বার হার্ডে এটা বলেন আমাদের যে রিলেশনশিপ সেটা আমরখ আনন্দের সাথে শেষ করছি, করোর উপর কোন রকম দোষ, রাগ না রেখেই ।
কিন্তু এখানেই শেষ নয়, এর পরে আসে 2018, এই সালে অ্যাম্বার হার্ড একটি নিবন্ধ বা রিপোর্ট প্রকাশ করেন। নিজেই একটি আর্টিকেল লেখেন Washington Post এ। এই আর্টিকেলে জনি ডেপ এর নাম না নিয়ে এটা বলে দেয় যে আমি এমন একটি বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে গেছি যেখানে আমাকে আমার স্বামী শারীরিক অত্যাচার করতো। এখানে জনি ডেপ এর নাম না নিলেও ইনি যে জনি ডেপকে লক্ষ করেই কথার তির ছুঁডছেন তা বুঝতে আর দেরি রইলো না। কারণ অ্যাম্বার হার্ড একটাই বিয়ে করেছেন এবং কিছু দিন আগেই তা্য বিবাহ বিচ্ছেদ হয়েছে। যার উত্তরে জনি ডেপ বলে বিনা কারণে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। যখনি অ্যাম্বার হার্ড ওয়াশিংটন পোস্টে এই আর্টিকেল প্রকাশ পায়। যার পরেই Uk এর এক মিডিয়া হাউস যার নাম The Sun তারা নিজেরাই একটি আর্টিকেল প্রকাশ করে দেন এবং লিখে দেন জনি ডেপ তার স্ত্রী কে শারীরিক অত্যাচার করে। এখানে তার ব্যবহার করে 'Johnny Depp is a wife-beater'। আপনি নিজেই বুঝতে পারছেই, এমন অপবাদ যে কোন অভিনেতার ভাবমূর্তি নষ্ট করতে যথেষ্ট। আর জনি ডেপ এর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়। Pirates of the Caribbean সিরিজ থেকে জনি ডেপ কে বার করে দেওয়া হয়। বহু সিনেমার কাজ চলছিল সেখান থেকে বার করে দেওয়া হয়, জনি ডেপ এর বহু সিনেমা বন্ধ হয়ে যায়, বহু কোম্পানি ছিল যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তারাও জনি বেপ কে বাদ দিয়ে দেন। আপনি বলতেই পারেন জনি ডেপ ভাবমূর্তি খারাপ হয়ে যায়, অর্থনৈতিকভাবে লোকসান হয় অ্যাম্বার হার্ড এর এই অপবাদ লাগানোর জন্য।
আরও পড়ুন: মেয়েরা কেন খারাপ ছেলেদের পছন্দ করে, কেন মেয়েরা অজান্তেই ভালোবেসে ফেলে !
এর পর জনি ডেপ বলেন, তার এক্স ওয়াইফ এর বিরুদ্ধে মানহানির মামলা করবেন, তার নাম খারাপ করা হয়েছে। তাছাড়া UK এর যে মিডিয়া হাউজ The Sun এর উপরেও মামলা করেন । আর বলেন তোমরা তোমাদের আর্টিকেলে আমাকে wife-beater' কি ভাবে বললে? আর মজার কথা দেখুন বহু মানুষ এটা কে গুরুত্ব দেবেন না। নভেম্বর 2020 তে UK এর কোর্ড এ জনি ডেপ মামলা হেরে গেছিলেন। জনি ডেপ কে সেসময় আইনের মধ্যে থেকে যেকেউ আর্টিকেল লিখতে পারতো যে ইনি তার স্ত্রী কে মারতেন 'He is a wife-beater'। কারণ যে জার্জ যনি ডেপের মামলার রায় দিয়েছিলেন UK তে , যে আপনি তো মারপিট করছেন অ্যাম্বার হার্ডের সাথে তার প্রমান তো আমরা দেখতে পাচ্ছি। যার জন্য আমরা বলবো The Sun যেমন ধরনের আর্টিকেল লিখেছে সেটা ঠিক।
এটি একটি দুঃখজনক পরিস্থিতি ছিল জনি ডেপের জন্য কারণ এর পরের মামলা হারার সম্ভবনা প্রবল হয়ে গিয়েছেল USA তে কারণ Uk তে ইতিমধ্যে মামলা হেরে গেছিলেন। কিন্তু USA যে মামলা ছিল সেটি আলদা ছিল UK এর থেকে। UK এর মামলা ছিল জনি ডেপ এবং The Sun magazine এরমধ্যে কিন্তু USA তে যে মামলা চলছিল সেটি ছিল জনি ডেপ বনাম অ্যাম্বার হার্ডের মধ্যে । অ্যাম্বার হার্ড কেন এমন আর্টিকেল মিড়িয়া হাউসে প্রকাশ করে দেয় ? জনি ডেপ তার স্ত্রী কে মারতো। আমেরিকায় যে মামলা চলছিল সেখানে জনি ডেপ তখর উকিল পরিবর্তন করেন আর যে উকিল ছিলেন Mr. Deep এর ইনি অনুসরন করেন DARVO Strategy । এই DARVO Strategy এর অর্থ হল এটি একটি সংক্ষিপ্ত নাম এর সম্পূর্ণ রূপ করলে দাঁড়ায় Deny, Attack, and reverse victim and offender। সাধারণত পারিবারিক সহিংসতা এই কৌশল ব্যবহার করা হয়ে থাকে। যেখানে স্বামী বলে থাকে যে আমি আমার স্ত্রীকে মারি নি বরং আমার স্ত্রী আমকে মারধোর করে এখানে আমি প্রতারনার শিকার । যে আমার উপর অপবাদ লাগাচ্ছে আসলে সেই দোষী। জনি ডেপ বহু উপকরন পেশ করে এটা প্রমান করে দেনযে, এনাকে মারধর করা হয়েছে। বহু রেকর্ডিং সামনে এসেছেযে অ্যাম্বার হার্ড বহু বার মারধর করেছে জনি ডেপ কে। একবার দুবারতো জনি ডেপ কে উদ্দেশ্য করে মদের বতল ছুঁড়ে মেরেছে অ্যাম্বার হার্ড যার কারনে তারহাত ভেঙে গেছিল। একটি টাইমে এসে জনি ডেপ এর উকিল এত প্রমান রাখে জার্জের সামনে যে অ্যাম্বার হার্ডকেও স্বিকার করতে হয় ইনি জনি ডেপকে বহু বার মেরেছে। সাথে সাথ অ্যাম্বার হার্ড এটাও বলে জনি ডেপ ও আমাদের হানিমুনে সময় বেশ কয়েকবার আমাকে মেরেছেন। মূলত এটা দাড়ায় অ্যাম্বার হার্ড বলে আমি আমার স্বামী কে মারি এবংআমার স্বামী ও আমাকে মারতো। এটা গুরুত্ব পায় যে ইনিও জনি ডেপ এর গায়ে হাত তোলেন যেটা শোনার পর Jury রা বেশ অবাক হন। এখানে একটা জিনিষ উল্লেখ করা উচিৎ UK তে The Sun magazine এর সথে মামলা লাড়াই সেখানে ছিলেন একটিমাত্র জার্জ কিন্তু USA তে আপনার JURY সিস্টেম কাজ করে । Jury সিস্টেমে কোর্টে বিচার কক্ষে কিছু সচেতন নাগরিকদের নিয়ে তৈরি এনারাও জটিল মামলায় ভোটের মাধ্যমে রায় দিয়ে থাকেন। জনি ডেপ সঠিকভাবে মামলাটি যে লেখুন এটা খুবই বেদনা বিবাহ ছিল ,আমকে বহু বার মারা হয়েছে। জনি ডেপ এটাও বলেন যে সে কখনি অ্যাম্বার হার্ডকে কখনি তিনি শারীরিক অত্যাচার করেন না।
শুধু তাই নয় বেশ কয়েকবার জনি ডেপ, অ্যাম্বার হার্ডকে মিথ্যাবাদী বলেও প্রমানকরে দেন।কেননা আপনাদের হয়তো মনে থাকবে তালাকের সময় জনি ডেপ যে 7 মিলিয়ন ডলার দিয়েছিলেন বিবাহ নিষ্পত্তির কারনে। যেখানে অ্যাম্বার হার্ড বলেন এটি সবটাই দান করবেন, কিন্তু তা করেন নি নিজেই রেখে দিয়েছিলেন। বিভিন্ন কৌশলে জনি ডেপ যখন এসব কথা দুনিয়ার সামনে আনেন। আর শেষমেষ USA তে যে মামলা চলছিল তাতে জিত হয়েছে জনি ডেপ এর। কিন্তু কোর্ট এখানে বলেছে জনি ডেপও মানহানি হয়েছেন এবং অ্যাম্বার হার্ড ও মানহানি হয়েছে। তো দুজন দুজকে তার ফাইন দেবেন। এই মামলার জন্য অ্যাম্বার হার্ড পাবে 2 মিলিয়ন ডলার এবং জনি ডেপ পাবেন 10 মিলিয়ন ডলার তাহলে অ্যাম্বার হার্ড কে এখনও 8 মিলিয়ন ডলার দিতে হবে জনি ডেপ কে।
কিন্তু এখনও অ্যাম্বার হার্ডের কাছে সুযোখ আছে আমেরিকার সর্বতম কোর্টে যাওয়ার এই মামলা নিয়ে । এই মামলার সমাধান এখন হয় নি। হতে পারে উচ্চতর কোর্টগুলির কাড়া নাড়তে পারেন অ্যাম্বার হার্ড। কিন্তু এই মামলার দিকে তাকিয়ে আমেরিকার বহু রিপাবলিকান পার্টির সদস্যরা খুশি সেলিব্রেট করছেন। এনাদের বক্তব্য এ থেকে প্রমান হয়ে যায় যে 'MeToo' Movement সম্পূর্ণ মিথ্যা। উদাহরণ স্বরূপ ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র সম্প্রতি বলেছেন, জনি ডেপ এই ঘটনা 'rabid feminist' যারা আমেরিকায় কন্ট্রোল এর বাইরে চলে গিয়েছিল তাদের হার হয়েছে। তাছাড়া আমেরিকার যে সব রক্ষণশীল লোক আছেন তাদের কথায় এর ফলে 'Believe women' এর হার হয়েছে। BELIEVE WOMEN হল Meetoo এর একটি অনুরূপ ধারণা। Meetoo movement এ কি হতো ? এই আন্দোলনে কোন মহিলার সাথে পূর্বে কেউ সেক্সুয়ালী হয়রানি করছে ওই সময় ওই মহিলা জনসমক্ষে আসতে পারেন নি , আজ ওই মহিলা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সেই ব্যক্তির উপর অভিযোগ লাগাতে পারে যে ওই ব্যাক্তি আমার সাথে এমন এমন করছে। আমার কাছে কোন প্রমান নেই কোন ফুটেজ নেই কিন্তু Believe women, অর্থাৎ মহিলাদের উপর বিশ্বাস রাখুন, মহিলা বলছে মানে, ঠিক বলছে, বিনা করণে মহিলারা আভিযোগ কেন লাগাবে, আর অভিযোগ করছে মানে কোন দোষ আছে তার। যার কারনে হলিউডের বহু পুরুষ অভিনেতা বাতিল হয়ে গিয়েছে সিনেমা, ব্রান্ড থেকে অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। Meetoo এবং Believe Waman এই দুই আন্দোলনে ঝটকা লেগেছে অ্যাম্বার হার্ড এর মামলায় হেরে যাওয়ার কারনে ।
এটা সামনে এসেছে যে একটি পুরুষ ও মহিলার অত্যাচারের শিকার হতে পারে। সম্প্রতি এটা দেখা গেছে Chris Rock এটা বলেছেন, 'বিশ্বাস করো সকল মহিলাকে , শুধু মাত্র অ্যাম্বার হার্ড ছাড়া'। এর অর্থ আমেরিকান সংস্কৃতিতে এই আন্দোলনের গুরুত্ব ধীরে ধীরে কমছে। কিন্তু বহু নারীবাদী আছেন আমেরিকায় ,তারা এটা নিয়ে চিন্তিত যে এই অনলাইন ঘৃণা দেখা গেছে অনলাইনে অ্যাম্বার হার্ডের উপর এটাও বেশ চিন্তা জনক । জনি ডেপ একজন মেগাস্টার এনার বহু ফলোওয়ার , এনার বহু ফ্যান টিকটক , ইউটিউব ভিডিও বানাচ্ছে অ্যাম্বার হার্ডের বিরদ্ধে । যার পরে আমেরিকান নারিবাদীদের কথায় এই মামলা একটি খারাপ উদাহরন তুলে ধরে লিঙ্গ সমতা নিয়ে। এখন আপনি কি মনে করেন সঠিক রায় পেয়েছেন জনি ডেপ না সোশ্যাল মিডিয়া কোথাও না কোথাও এই কেস কে প্রভাবিত করেছে জানান কমেন্ট করে ।
আরও পড়ুন: ভারতীয় মেয়েদের এই গোপন কথাগুলি কেউ আপনাকে বলবে না !
একটি মন্তব্য পোস্ট করুন